চেনা কেন অচেনা।

.."ফ্যামিলি মানছেনা" বহু দিনের চেনা সম্পর্ক ভেঙে ফেলার জন্য সবচেয়ে সস্তা একটা ডায়লগ!! ছোট্ট শব্দ, অথচ মূহুর্তেই নির্বাক করে দেয় ওপাশের মানুষটাকে.. কি সাংঘাতিক! -_-
.
বড্ড করুণ অবস্থা আমাদের সম্পর্কগুলোর.. আমরা আজ একে অপরকে ভালোবাসতে ভুলে গেছি.. বিশ্বাস করতে ভুলে গেছি.. তাইতো চেনা মানুষটাকেও ভরসা করতে পারি না.. বড্ড ভয় হয়!
.
বছরের পর বছর প্রেম করেও কখনো শক্ত করে হাতটা ধরে বলতে পারি না.. "পুরো পৃথিবী মানুক আর না মানুক, তুমি আমার.. শুধু আমারই থাকবে" !
.
দিনের পর দিন একসাথে চলেও কখনো চোখে চোখ রেখে বলা হয়না.. "তোমার চাইতে ভাল কাউকে চাইনা, তোমার চাইতে খারাপ কাউকে চাইনা.. আমি শুধু তোমাকেই চাই!"
.

সত্যি, আধুনিক হয়ে গেছি আমরা.. খাবারের আইটেমের মত ভালোবাসার মানুষটাকে পাল্টানো শিখে গেছি.. সামান্য পান থেকে চুন খসলেই ব্রেকাপ বলে নতুন কাউকে খুঁজে নিতে পারি..কারনটা সোজা ভালো লাগাকে আমরা ভালোবাসা হিসেবে ভুল করে ফেলি বার বার!!
.
ভালোবাসা সম্পর্কটা নির্ভরশীলতার.. একটা হাত অচল হয়ে গেলে যেমন অন্য হাত সবকাজ সামলে নেয়.. ঠিক তেমনি ভালোবাসার মানুষের কষ্টের মূহুর্তগুলো অন্য মানুষটাও "SUFFER" করে নেয়.. কখনোই বিপদে ছেড়ে যাবার কথা ভাবে না!
.
আমি বলছিনা, ভালোবাসার মানুষকে পেতে গিয়ে তুমি পরিবারের বিরুদ্ধে যাও.. আমি শুধু বলছি- হুট করে মানুষটাকে "না" বলার আগে নিজের সবটা দিয়ে পরিবারকে বুঝানোর চেষ্টা করো.. মানুষটার প্রতি যদি তোমার তীব্র রকমের ভালোবাসা না থাকে.. তাহলে কখনোই সেই ধৈর্য্যটা থাকে না.. কখনোই না!!
.
পৃথিবীর সব বাবা-মা'ই সন্তানের ভালো চান.. সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেন.. এমনকি সন্তানের সঙ্গিনী কেমন টাইপের হবে সেটাও তারা কল্পনা করে ফেলেন.. সেখানে তুমি যখন হুট করে নিজের পছন্দ করা মানুষটার কথা জানাবা; তারা মানতে চাইবেনা এটাই স্বাভাবিক!
.
তারা তোমাকে বাস্তবতার সমীকরন দেখাবে.. যুক্তি দেখাবে.. পছন্দ করা মানুষটার ক্রুটি দেখাবে.. সবটা দিয়ে প্রমান করতে চাইবে মানুষটা তোমার জন্য পারফেক্ট নয়.. তোমার ভেতরে যদি ভালোবাসার দূর্বল ভীত থাকে.. তখন জিনিসগুলো নিয়ে গভীর ভাবতে থাকো.. এবং এক সময় মনে করো বাবা-মা'র পছন্দকেই তোমার প্রাধান্য দেয়া উচিত ! :3
.
বিশ্বাস করো, যেখানে এই ভাবনা আছে সেখানে ভালোবাসার ছিটেফোঁটাও নেই.. অাছে শুধু অভিনয়.. একজন দিনের পর দিন ভালোবাসার অভিনয় করে যায়.. অপরজন সেই অভিনয় দেখে মুগ্ধ হয়ে বার বার প্রেমে পড়ে..!! -_-

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.