আমার জিবনের একটি ছোট গল্প চেষ্টা করলাম ফুটিয়ে তোলার

আজকে আমি যে গল্প লিখতে যাছি সেটা আমারই এক সময়ের প্রেম এর গল্প তখন আমি ক্লাস ১০ পড়ি কি ১১ ঠিক মনে নাই সেই সময় আমাদের ইংলিশ পড়ার বেচে এক জন  কে ভালো লেগে যায় তখন জানতাম না ভালবাসা কি আর ভালো লাগা কি তো যাই হোক তাকে বলে ফেলি যে তাকে আমার ভালো লাগে  এবং সে না ও বলে দেয় সেটা কোন বড় বাপার ছিল না তখন এখন সেটা বুঝি । তখন একটু খারাপ পেয়েছিলাম কিন্তু সব ঠিক হয়ে যায় আমি ১২ শেষ করলাম  কলেজে গেলাম। কিন্তু ওঁর সাথে আমার আর কোন যোগাযোগ ছিল না। আমি মাঝে মাঝে ফেসবুক এ ফটো দেখতাম কিন্তু সে সবসময় আমকে ইগ্নর করত সেটা কোন বড় বাপার না এখন আমার কলেজ শেষ হইনি তাও আমি একটি হসপিটাল Accountant এর জব করি সেখান এ আকজন কে সরি । জানেন এ তহ সিংলেণ থাকলে যা হই আরকি সবাই কে ভালো লেগে গাছে এর হা টাকে এখনো জানানো হইনি খবর দিয়েছি ওঁর অনেক বন্ধু দে কিন্তু এখন ও জানতে পারি নি আমি যে সে কি কিছু বলতে চাই কিনা আমি এখন নতুন প্রেম আর সুরু করতে চলছি জানি না সেটা হুবে কিনা অ্যান্ড আমি এখন বুঝে গেছি কোনটা  ভালো লাগা আর কোনটা ভালবাসা কারন জখন থেকে তাকে দেখে ছি সব সময় সেই আমার মাথায় ঘুর ঘুর করছে। এখন দেখছি সে কি বলে আমি সে কি বলে সেতাও আমি এখনে বলব কিছু দিন পর চিন্তা নাই।

Post a Comment

1 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
  1. এত সুন্দর একটি পোস্ট আমাদেরকে উপহার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালোবাসার ছন্দ পড়তে আমদের ওয়েবসাইট ভিজিট করুন।

    ReplyDelete