Love Story




"পাগল মানুষটা সারাজীবন তোমার জন্য পাগল থাকবে না; হুট করে একদিন তার সব পাগলামো থেমে যাবে !
.
তোমাকে ছাড়া এক মূহুর্ত থাকতে না পারা মানুষটা তুমি চলে গেলেই টুপ করে মরে যাবে না; ঠিক একদিন একলা থাকা শিখে নিবে !
.
পৃথিবীর মানুষগুলো বদলায়; বদলে যায় কিছু অনুভুতি.. আজ যে মানুষটাকে তুমি সস্তা ভেবে অবহেলা করছো; একের পর এক ভালোবাসার প্রতিশ্রুতিগুলো ভেঙে দিয়ে মুখ লুকিয়ে হাসছো !
.
তোমার প্রতিটা যন্ত্রনা যাকে ঘুমোতে দেয় না রাতে.. সেই মানুষটা একদিন তোমাকে ভুলে যাবে.. খুব নিষ্ঠুরভাবে ভুলে যাবে.. সেদিন তুমি টের পাবে "একাকিত্ব" মানুষকে ঠিক কতটা অসহায় করে দিতে পারে !
.
তোমার জানা দরকার একটা মানুষকে ঠিক কতটুকু প্রয়োরিটি দিয়ে ভালোবাসলে সে কখনোই তোমাকে ছেড়ে যাবে না.. ঠিক তেমনি, মানুষটা তোমার থেকে কি পরিমান অবহেলা পেলে দূরে সরে যাবে না.. হিসেবটাও বোঝা দরকার !
.
সবকিছুতে একটা ব্যালেন্স রাখো.. যেখানে যতটুকু দরকার, ঠিক ততটুকুই দাও.. অবহেলা করতে করতে কোনো মানুষকে একদম অনুভুতিহীন পাথর বানিয়ে দিওনা.. খেয়াল রেখো পাথর কিন্তুু কখনোই মানুষের মত আচরন করে না, কখনোই না।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.